সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

পাম্প হাউসে পড়ে নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মচারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, লালপুর

উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত ইমরান হোসেন বিদ্যুৎ নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বয়লারের পাম্প হাউসে পড়ে গুরুতর আহত হন। ৫ ডিসেম্বর মিলের পাম্প হাউসে কাজ করার সময় তার শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় সেখানে তার মৃত্যু হয়।

বিদ্যুৎ গোপালপুর পৌর এলাকার বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গোপালপুর ডিগ্রী কলেজের কর্মচারী সাইফুলের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু জানান, বিদ্যুৎ মিলের চুক্তিভিত্তিক পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে মিল কর্তৃপক্ষ তার চিকিৎসায় পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। ইউনিয়ন তার স্ত্রীর জন্য একটি চাকরি দাবি করছে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, এ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মিল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আহত কর্মচারীর চিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার মৃত্যু পরবর্তী পরিবার সদস্যদের সাথে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, শাহবাগ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ