সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

নোয়াখালীতে ‘দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যদলয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ।

ইংলান্ডে সর্বপ্রথম ব্যতিক্রম এ খেলার প্রচলন শুরু হয়। খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত  খেলার সুযোগ রয়েছে।

নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। খেলায় সারাদেশের সর্বমোট ২৬ টি দল অংশহণ করে। যাতে দেশসেরা ক্রিকেটার শুক্কুর আলী, জাবেদ, বোম শিপন সহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করে।

মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর ডক্টর মো.মাইন উদ্দিন সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, কবিরহাট থানার ওসি (তদন্ত)মো. মঞ্জুর আহমেদ প্রমূখ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো.আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফুল আজম, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছার আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ