নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগ সরকারকে (৪৩) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এর আগে রোববার রাতে বিস্ফোরকদ্রব্য আইনের করা এক মামলায় শহরের চকসূত্রাপুর নিজ বাসা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।
সোহাগ সরকার চকসূত্রাপুরের কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে এবং শহরের আলোচিত সন্ত্রাসী ও যুবলীগ নেতা মতিন সরকারের ভাই।
পুলিশ জানায়, সোহাগ সরকারের বিরুদ্ধে আদালতে হত্যাসহ ১২টি মামলা চলমান আছে। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করতে রোববার রাত ৮টার দিকে কসাইপাড়াস্থ নিজ বাসভবনে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে সোহাগ সরকার গ্রেফতার হন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেন।