সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইমাম মাওলানা মুসলিম উদ্দিন

মুফতি আইয়ুব নাদীম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন টাঙ্গাইল জেলার সখিপুর থানার আন্দি জামে মসজিদের ইমাম মাওলানা মুসলিম উদ্দিন। তাঁর সঙ্গে ইন্তেকাল করেছেন আরো দুই সফরসঙ্গীও।

আজ রবিবার (১০ নভেম্বর) টাঙ্গাইল থেকে সকালে ঢাকার পথে আসার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের।

এ বিষয়ে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুম আলেমের চাচাতো ভাই মাওলানা জাহিদুল ইসলাম। 

মাওলানা মুসলিম উদ্দিনের জানাযা ও দাফন আজ বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। 

জানা গেছে, জরুরী এক কাজে ঢাকার উদ্দেশ্যে প্রাইভেট কারে করে বের হয়েছিলেন মাওলানা মুসলিম উদ্দিন। যাত্রাপথে কিছু পথ অতিক্রম করতেই পেছন থেকে অতিদ্রুত গতিতে ছুটে আসে আল-বারাকা নামের এক বাস মেরে দিলে, মুহূর্তে গাড়িটি দুমরে-মুচড়ে যায়। আর ঘটনার স্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা মুসলিম উদ্দিনসহ তার আরো দুই সফর সঙ্গী। ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মুসলিম উদ্দিন প্রাথমিক শিক্ষা অর্জন করেন গ্রামের এক বিদ্যালয়ে। পরে ইসলামি শিক্ষার প্রতি প্রবল আগ্রহে রাজধানী ঢাকার প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ঢাকার চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. এর দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি হয়ে, কিতাব বিভাগের প্রাথমিক ক্লাসগুলো সেখানেই সম্পন্ন করেন। তারপর পারিবারিক নানা টানাপোড়ণের কারণে থেকে ৪/৫ বছর আগে টাঙ্গাইল জেলার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া কাশেফুল উলূম (হাটখোলা মাদ্রাসা) থেকে দাওরা ফারেগ হয়ে টাঙ্গাইল জেলাধীন সখিপুর থানা অন্তর্গত আন্দি জামে মসজিদের ইমামতির গুরুদায়িত্ব পালন করছিলেন, পাশাপাশি পার্ট টাইম একটি মাদরাসার শিক্ষকতাও করতেন।

গত দু বছর আগে পারিবারিকভাবে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। পিতা-মাতা, তিন ভাই ও স্ত্রীসহ সুখেই সংসার চলছিল। এদিকে তার স্ত্রী সন্তানসম্ভবা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ