সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


মামলার  প্রতিবাদে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য অনিক হোসেনসহ আরো ‘নির্দোষ সাধারণ মানুষের’ বিরুদ্ধে হত্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে মশাল মিছিল করেছেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর সরকারি কলেজ থেকে মশাল মিছিল রেব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে লেকপাড়ের মুক্তিমঞ্চে এসে শেষ হয়।

এসময় মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ তানবীর, রোমান বেপারী প্রমুখ।

সমাবেশে ছাত্র নেতারা বলেন, সম্প্রতি ঢাকার একটি আমলি আদালতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার বাসিন্দা শহীদ নাজমুল হোসেন হত্যা মামলা দায়ের করা হয়। সেখানে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হোসেনকেও আসামি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মাদারীপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা। এছাড়াও মাদারীপুরে নির্দোষ সাধারণ মানুষের নামেও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। এ বিষয়ের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করা হয়। এসময় দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাধারণ মানুষকে হয়রানি না করার আহবান জানানো হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ