সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


মাদক-জুয়ার বিরুদ্ধে চাটমোহরে যুবদলের সাইকেল র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

‘চল যাই যুদ্ধে মাদক জুয়ার বিরুদ্ধে’এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের (একাংশ) আয়োজনে শনিবার সকাল ১০টায় পৌর শহরের স্ট্যান্ড মোড় থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, ডাক্তার এসএম আতিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম, হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, ইমরান হোসেন, সেজান, হাসেম আলী প্রমুখ।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালিত হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ