ফেনী প্রতিনিধি
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাবিবুর রহমান শিপনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গত ৪ আগস্ট বুড়িচং থানার নিমশার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলা তদন্তে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদে পুলিশ তাকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
শিপনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী। ২০২২ সাল থেকে শিপন ফেনী পলিটেকনিক ছাত্রলীগ শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।