সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


মাদারীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বালু ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় দৈনিক আজকের দর্পনের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে প্রাণনা‌শের হুমকি দিয়েছেন মোকলেসুর নামে এক বালু ব্যবসায়ী। এসময় তিনি বারবার নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি প্রচারের পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানের মাধ্যমে ৫টি বালুবাহী ট্রাক আটকসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে অভিযুক্ত বালুবাহী ট্রাকের মালিককে।

জানা যায়, গত ৩ নভেম্বর দৈনিক আজকের দর্পন পত্রিকাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে 'ইজারা নেয়া মহাল থেকে বালু পাচার' শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। প্রতিবেদন প্রচার করায় ক্ষিপ্ত হয়ে আজকের দর্পন পত্রিকার সাংবাদিক মীর ইমরানকে মুঠোফোনে হুমকি ও গালাগালি করেন মোকলেসুর রহমান।

শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কাওয়ারহাট এলাকার আড়িয়াল খাঁ নদের তীরে সরকারিভাবে ইজারাকৃত একটি বালু মহাল থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু কেটে বিক্রি করছেন মোকলেসুর হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সেই বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছেন তারা। পেশীশক্তির প্রভাব খাঁটিয়ে এবং বিএনপির নাম ভাঙিয়ে ওই বালু মহাল থেকে বালু নিয়ে বিক্রি করছেন তারা এমন অভিযোগ জানায় এলাকাবাসী। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙনরোধে আড়িয়াল খাঁ নদ থেকে বালু খনন করা হয়। উপজেলার প্রায় ১৭টি স্থানে ওই বালু মহাল রয়েছে। যা ইজারার মাধ্যমে বিভিন্নজনের কাছে বিক্রি করা হয়। একটি চক্র ওই মহাল থেকে চুরি করে বালু বিক্রি করছে বলে জানা গেছে। মহালটিতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বালু রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

শিবচরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। একটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করায় সাংবাদিককে গালাগালি করেছে- এর বিচার হওয়া দরকার। আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি।

এ বিষয় সাংবাদিক মীর ইমরান জানান, মোকলেস নামে এক বালু ব্যবসায়ী আমাকে ফোন দিয়ে গালাগালি করেছে, আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। এ বিষয় আমি আইনের আশ্রয় নেব।

তবে অ‌ভি‌যো‌গের বিষয় অ‌ভিযুক্ত ব্যক্তি সাংবা‌দিক‌দের সা‌থে কথা বল‌তে রা‌জি হন‌নি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ