সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


শায়খ ইলিয়াস গুম্মানের সাথে সাক্ষাতের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব
বিশেষ প্রতিনিধি

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

এ সফরে তিনি বৃহস্পতি ও শুক্রবার চট্রগ্রামের জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় আলোচনা পেশ করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন মাদরাসা পরিদর্শন করবেন।

এক নজরে শায়খ ইলিয়াস গুম্মানের সফরসূচি-

জানা যায়, আগামী ১১ নভেম্বর ঢাকার কেরাণীগঞ্জের সিরাজনগরে আল-মারকাজুল ইসলামীর একাডেমিক সিটিতে দিনব্যাপী উন্মুক্ত আলোচনা, সাক্ষাৎ ও দরস প্রদান করবেন।

ঐদিন বাদ জোহর উলামা-তলাবাদের জন্য তিনি বিশেষ ভাষণ ও বাদ মাগরিব উন্মুক্ত দরস প্রদান করবেন।

১২ নভেম্বর সকালে ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের “ইমামে আযম” কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১২ নভেম্বর বিকালে আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা. এ অবস্থান করবেন।

১৪ নভেম্বর নড়াইলের আন-নূর কমপ্লেক্সে উলামা-তলাবাদের উদ্দেশে আলোচনা করবেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ