সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে যুবকের ক্ষত‌বিক্ষত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেলা ১১ টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল এসে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় যুবকের লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে প‌রিচয় এখ‌নো নি‌শ্চিত হওয়া যায়‌নি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ