সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা দাওধারা কাটাবাড়ীতে মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

জানা গেছে, দাওধারা কাটাবাড়ী থেকে একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। এ সময়ে তল্লাশি চালিয়ে ৭৭৪ বোতল মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদের অনুমানিক মূল্য দশ লাখ সত্তর হাজার টাকা।

নালিতাবাড়ী থানার ওসি ছানুয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ