সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


হিলিতে মাদকসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের অভিযানে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আটকরা হলেন- বাসচালক সোহেল রানা (৩৮), সুপারভাইজার রবিউল ইসলাম (৩৪) এবং হেলপার রুহুল আমিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদে হাকিমপুর পৌরসভা এলাকায় হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে সামি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস  এ্যাম্পল উদ্ধার করা হয়। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ