সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে নিজাম হোসেনের ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম পার্শ্ববর্তী মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর (সতীহাট) গ্রামের ইমাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নিজামের কাঠ ফার্নিচারের কর্মচারী রবিউল তার ব্যবহৃত মোবাইল ফোন চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। এ সময় তার মাথায় আঘাত লেগে সেখানেই মারা যায়। তার হাতের কয়েক জায়গায় পোড়া দাগ রয়েছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ