সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


চবি শিক্ষার্থীদের ফি নেয়া হবে অনলাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সকল প্রকার ফি অনলাইনে দিতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে চবি প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টায় চবি উপাচার্য দফতরের সন্মেলন কক্ষে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ ও অনেক কষ্ট লাঘব হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করে ব্যাংক কর্মকতার্দের উদ্যেশ্যে বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে।

এসময় অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ