সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে সভাপতি ও মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক ও মুফতি হানজালা ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খানের (শাহ সাহেব হুজুর) সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা  হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী ও মাওলানা আল আমিন দোহারী প্রমুখ। 

১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মাওলানা  আইয়ুব খান, সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান ও সহ সভাপতি মুফতী আবুল হাসান কাসেমীকে। সাধারণ সম্পাদক পদে আছেন মুফতি হানজালা।  মাওলানা আব্দুল মাতিনকে করা হয়েছে অর্থ সম্পাদক। প্রচার সম্পাদক করা হয়েছে মাওলানা জাকারিয়া খানকে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ