সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে মানিক মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  সোমবার (৫ নভেম্বর) বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক মিয়া উপজেলার পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে । তিনি বোনারপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা।

পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডে নিয়মিত চাঁদা আদায় করতো একটি চক্র। সে চক্রের প্রধান মানিক মিয়া। এ বিষয়ে সিএনজি চালকরা লিখিত অভিযোগ করলে সোমবার বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সাঘাটা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ