রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, বিপাকে শত শত যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুরোনো ছবি

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে বিকল হয়ে পড়েছে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন। ফলে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা ছাড়ে জামালপুর কমিউটার ট্রেন।  প্রত্যক্ষ দর্শীরা জানান, ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

এদিকে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় অনেক যাত্রী আটাকা পড়েছেন। আটকাপড়া ট্রেনের কারণে শ্রীপুর পৌর শহরের একমাত্র সড়ক ডিবি রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের চালক জানান, ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারিনি। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি নিয়ে যেতে পারবে।

শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। প্ল্যাটফর্মের মাঝখানে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি চালিয়ে নিয়ে যেতে পারবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অন্য ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ