নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১২মে) সকাল ১১ টায় মাটিরাঙ্গা ১০ নাম্বার দারুল উলুম মাদরাসায় মাওলানা রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ির ৯ টি উপজেলার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি পুনর্গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম বেগবান ও সুষ্ঠভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে ১০ সদস্য বিশিষ্ট (মজলিসে খাছ) নীতি নির্ধারণী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি মাওলানা কারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিছবাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ নাছির উদ্দীন ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ।
পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
এনএ/