রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। গত তিন-চার দিনের ভাঙনে বিলীন হয়েছে নদী পারের প্রায় ৫০ মিটার অংশ।
এর মধ্যে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা ও পাশের বহিরচর গ্রাম এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এদিকে ভাঙন রোধে শুক্রবার (১০ মে) সকাল থেকে জিওব্যাগ ফেলা হচ্ছে।
এদিকে অসময়ে পদ্মায় ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। তারা বলছেন, নদীতে এখনো পানি তেমন বাড়েনি, তাতেই এভাবে ভাঙন শুরু হয়েছে। বর্ষার সময় পানি যখন বাড়বে তখন কী হবে?
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, দৌলতদিয়ার ফেরিঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। যেসব এলাকায় নদীর পাড় ভাঙছে সেসব এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে।
হাআমা/