রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মহেশপুরে পথচারীদের মাঝে শীতল পানি-শরবত বিতরণ করল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

তীব্র তাপদাহে সৃষ্ট সংকটে দেশব্যাপী শীতল পানি ও শরবত বিতরণ কর্মসূচী পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ভ্যান নিয়ে পথচারী, দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়াও খাবার স্যালাইন, পকেট রুমাল বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০১ মে) সকালে মহেশপুর পুরাতন পৌরসভা, কলেজ বাসস্ট্যান্ড, পোস্ট অফিসমোড়, পাতিবিলা,চড়কতলা, পাঁচ মাথা হয়ে আবার জলিলপুর বাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ শীতল পানি, শরবত বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলা শাখার সভাপতি মাও. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাওলানা হুমায়ূন কবীর, সেক্রেটারী হাফেজ আলী হোসেন, এ্যসিস্ট্যন্ট সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক হায়দার আলী, দফতর সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোমিনুর রহমান, মাও. আবদুস সালাম, মাওঃ হারুন অর রশিদ, মাও. ওমর ফারুক, আব্দুল করীম,বারিক শেখ, মুরাদ শেখ, হামযাহসহ আরো অনেকে।

উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হুমায়ূন কবীর আওয়ার ইসলামকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম তীব্র তাপদাহে সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানির শরবত ও স্যালাইন বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা মহেশপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিশুদ্ধ পানির শরবত বিতরণ করছি।

উপজেলা শাখার এ্যসিস্ট্যন্ট সেক্রেটারি মুফতি ইবরাহীম খলিল বলেন, তীব্র তাপদাহে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ মানবিক কর্মসূচি উপজেলাজুড়ে অব্যাহত থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ