শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন: বৃষ্টির জন্য আহাজারি করে শত মানুষের কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

সারাদেশে চলছে অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ। চলছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় ও মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী ঈদগা মাদরাসা মারকাজ মসজিদ মাঠে মাদরাসার ছাত্র-শিক্ষক, ভাঙ্গা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীকে নিয়ে বৃষ্টির প্রার্থনায় আল্লাহর দরবারে আহাজারি করেছেন স্থানীয় মুসল্লিরা।

এর পূর্বে শতশত মুসল্লিরা সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাদরাসার মুহাদ্দিস মুফতি হোসাইন আহমেদ সিরাজগঞ্জী। প্রচন্ড খরতাপ উপেক্ষা করে শতশত মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আহাজারি করতে দেখা যায়।

শতকণ্ঠে প্রতিধ্বনি হয়ে উঠে- হে আল্লাহ দয়া করে, মেহেরবানী করে গুনাহগার বান্দাদের তোমার হাবিবের ওসিলায় মাফ এবং রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। 

এ বিষয়ে হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা সবাই আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ চাই এবং বৃষ্টির জন্য কান্না জড়িত কন্ঠে মোনাজাত করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আসমানী- জমিনি সমস্ত মুসিবত দূর করে দিয়ে রহমতের বৃষ্টি দান করেন।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ