বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে

১০কেজি গাঁজাসহ ব্যবসায়ীর স্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশের বিশেষ  অভিযানে  ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নুর ভানু নামে এক নারীকে আটক করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। 

আটককৃত নুর ভানু উপজেলার সাত আনি জামিরা গ্রামের মাদক ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী। এতথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ।

প্রেস ব্রিফিংয়ে নবাবগঞ্জ থানার ওসি জানান, গত শুক্রবার  (৮ডিসেম্বর) বিকালে উপজেলার 
সাত আনি জামিরা গ্রামে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিমের বসত বাড়ি ও পুটিহার বাজারে গাঁজা ব্যবসায়ীর দোকানে তথ্যপ্রযুক্তি সহযোগিতায় এস আই সোহেল রানার সঙ্গীও ফোর্স  অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  রেজাউল করিম পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাদক প্রসেসিং করা অবস্থায় মাদক ব্যবসায়ীর স্ত্রী কে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী রেজাউল করিম দীর্ঘদিন থেকে গাঁজা কেনাবেচা করেন এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়, এসময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রীকে গাঁজা প্রসেসিং করার সময় ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আটক করায় হয়। 
পরে থানায় তিন জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, রেজাউল করিম বগুড়া, গাইবান্ধা ও রংপুর সহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে এনে তার স্ত্রী এবং বন্ধুর মাধ্যমে উপজেলার ভাদুরিয়া বাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। রেজাউল করিম এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত ছিলেন তাকেও আটকের অভিযান চলছে খুব শীঘ্রই তাকে আটক করা হবে ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ