শুক্রবার, ১৬ মে ২০২৫ ।। ২ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলের নতুন কর্মসূচি সাড়ে ৭ কোটি টাকার মুজিব ভাস্কর্য ভেঙে ফেলল ছাত্র-জনতা গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল বাংলাদেশের কমিটির ঘোষণা ইসরাইল পতন নিকটেই! এবার আরবদের সাথে কেন হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র? ‘অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে’ দুই ইস্যুতে হেফাজতের কঠোর আপত্তি, ৭ প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ শাপলার শহীদদের স্মরণে ‘শাপলা স্মৃতি সংসদ’ এর কনফারেন্স ২৪ মে জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার

শাহবাগ থানা ঘেরাও করলেন ঢাবি শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা সাম্যের খুনিদের গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়।

আজ বেলা ১২টার কিছু আগে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা।

সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল থানার ভিতরে প্রবেশ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে আলোচনা করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন সাম্য।

মঙ্গলবার রাতে (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

হত্যার ঘটনায় গ্রেপ্তার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

তবে আন্দোলনকারীরা বলছে, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না।

তাছাড়া, পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। বাদ জুমা সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিন দিন। বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ