সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


৫ নভেম্বর মহাসম্মেলনে আগত মুসল্লিদের আপ্যায়নে মানব আর্তসেবা ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলামা-মাশায়েখের আহ্বানে ইসলামী মহাসম্মেলনে আগত ওলামা-তলাবা ও তাবলিগের আগত হাজার হাজার মুসল্লিদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও শরবত বিরতণ করেছে আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি সেবা সংস্থা মানব আর্তসেবা ফাউন্ডেশন (মাফ)।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে এই মেহমানদারী করায় সংস্থাটি।

সংস্থাটির সভাপতি হাফেজ আব্দুর রহমান মানিক জানান, আলহামদুলিল্লাহ! সম্মেলনে সারা দেশ থেকে আগত আলেম-ওলামা, তলাবা ও সাধারণ তাবলিগি সাথী ভাইদের খেদমত করতে পেরে আমরা ধন্য।  

তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো দুর্যোগে বা সেবায় সব সময়ই মানব আর্তবেসা ফাউন্ডেশন  (মাফ) সরব ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ