রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার, মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

বিকেল সাড়ে ৩টায় সমাবেশস্থলে এসে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শহীদ মিনারের মূল বেদিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম, সার্জিস আলমসহ অন্য সমন্বয়কদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় ‘ছাত্রসমাজ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক....’, ‘এক দফা এক দাবি’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

একই সময় সায়েন্সল্যাব থেকে একটি বড় মিছিল এসে উপস্থিত হয় শহীদ মিনারে।

এ সময় দোয়েল চত্বর এবং বকশীবাজারমুখী বুয়েটের সড়ক পর্যন্ত মানুষের ঢল দেখা যায়।

এদিকে বিকেল ৪টার দিকে ধানমণ্ডি থেকে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি বড় মিছিল এসে পৌঁছায়। ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালের সঙ্গে চলে স্লোগান।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ