শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


কারওয়ান বাজার আড়ত সরিয়ে গাবতলীতে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কারওয়ান বাজার থেকে আড়ত সরিয়ে গাবতলীতে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা বলেন। 

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক-৫ অফিস বিল্ডিংটি ঈদের পরপরই ভেঙে ফেলা হবে। এ অবস্থায় প্রথম ধাপে কারওয়ান বাজার কাঁচামাল আরতের ১৭৬টি দোকান গাবতলীতে স্থানান্তর হবে।

মেয়র বলেন, দ্রুতই বিল্ডিংয়ের ১৭৬টি দোকানের অ্যালটমেন্ট বরাদ্দ দেয়া হবে। তবে সঠিক সময়ে আড়তগুলো গাবতলীর ডিএনসিসি মার্কেটে স্থানান্তর না হলে, সব দায় দোকান মালিকদের নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

গত বছরের জুন মাসে কারওয়ান বাজার স্থানান্তর প্রসঙ্গে মেয়র আতিক বলেছিলেন, পৃথিবীর কোনো উন্নত দেশের রাজধানীর মাঝখানে এমন পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই। স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচাবাজার থাকতে পারে না। কারওয়ান বাজারে কোনো কাঁচাবাজার থাকবে না।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ