শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


পল্লবী আফতাব উদ্দিন মাদরাসার মাহফিল ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পল্লবী আফতাব উদ্দিন মাদরাসার দাওরায়ে হাদিস, ইফতা ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা ও দোয়া মাহফিল।

জানা যায়, আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) মাদরাসা প্রাঙ্গণে আসর থেকে রাত ১০ টা পর্যন্ত  চলবে এ মাহফিল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেব উপস্থিত থাকবেন মাওলানা উবায়দুল্লাহ হামযা।

মাদরাসার মুফতি নূরুল আলম  মাহফিল সফল করার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের মাদরাসায় মহতি এই আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার অনুরোধ করছি।

উল্লেখ্য,  আগামী ২৭ জানুয়ারি (শনিবার) বাদ মাগরিব আফতাব ছাত্র পরিষদের উদ্যোগে মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী সভায় অত্র মাদরাসার প্রাক্তন ছাত্রদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি নুরুল আলম।

যাতায়াত: ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর সাড়ে এগারো বাসষ্ট্যান্ড নেমে রিক্সা যোগে আফতাব উদ্দিন মাদরাসা।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ