|| নাঈমুর রহমান নাঈম ||
প্রতিবছরের ন্যায় এবছরও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা চলবে ফেব্রুয়ারি মাস ব্যাপী। বিগত বছরগুলোতে মেলা উদযাপিত হয়ে আসলেও এবছরের বইমেলা অনেকটাই ব্যতিক্রম।
এবারই প্রথম ইসলামি প্রকাশনাগুলো অন্যবারের তুলনায় ব্যাপকভাবে স্টল পেয়েছে অমর একুশে বইমেলায়। প্রায় ৮৫টির বেশি ইসলামি স্টল রয়েছে মেলাতে। প্রকাশকগণ তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে স্টলগুলো সাজিয়েছে ক্যালিগ্রাফি, দেয়ালগ্রাফিসহ আরো নানা নান্দনিক সৌন্দর্য্যে। এবং তার সাথে রেখেছে বইপ্রেমিদের জন্য বিভিন্ন ধরনের অফার ও আকর্ষণীয় উপহার। বিলি করছেন অমর বাণী সমগ্রের ছোট ছোট হ্যান্ বিল ও ছোট ছোট চারা গাছ।
বইমেলাতে ঘুরে দেখা গেছে, ইসলামের ইতিহাস, উপন্যাস, জীবনী, সীরাত, তাফসির, হাদিস, আত্মশুদ্ধি, দুয়া-দুরুদ, প্রবন্ধ-নিবন্ধ, কবিতা-ছড়া, ধর্মীয় মাসআলা, ভাষা সাতিহ্য-সংস্কৃতি, চিকিৎসা বিদ্যা, ব্যাবসা ও অর্থনীতি, মিডিয়া ও সাংবাদিকতা, মোটিভেশনাল, ওয়াজ-নসীহাত, ভ্রমণ কাহিনী, ছোট-বড় গল্পসহ আরো নানান বই নিয়ে হাজির হয়েছে ইসলামি প্রকাশনীগুলো।
প্রকাশকরা বলছেন, ‘ইতিপূর্বে বইমেলায় ইসলামি স্টল একেবারেই ছিল না বললে চলে। হাতেগোনা কয়েকটি প্রকাশনী স্টল পেত। সে কারণে একুশে বইমেলায় ইসলামি ভাবধারার বই মানুষের কাছে কম পৌঁছাত। ফলে মানুষ শুধু একধরনের বই মেলাতে দেখতে পেতো। এবং ইসলামি ভাবধারার যে বিশাল জ্ঞান ভান্ডার ও সুরুচি সম্পূর্ণ বই-পুস্তক আছে ,তা ছিল পাঠকবৃন্দ ও জেনারেল ভাই-বোনদের কাছে অজানা।
তবে এবার ইসলামি প্রকাশনীগুলো মেলাতে যুক্ত হওয়ার ফলে ইসলামি ভাব ধারার বইয়ের যে ঘাটতি ছিলো, সেটা কিছুটা কমেছে বলে মনে করছে বোদ্ধামহল। পাঠকবৃন্দ ও বই প্রেমিকরা স্টলে আসছে বই দেখছে, কিনছে ও বইয়ের সাথে তাদের পরিচয় ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, মেলায় ধর্মীয় বইয়ের ব্যাপক চাহিদা। ইসলামিক প্রকাশনা স্টলগুলোতে পাঠকদের ভীড় লক্ষ করা গেছে।
কয়েকজন পাঠকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামিক স্টল দেওয়ায় এবার বইপ্রেমীরা ও ক্রেতা বৃন্দ তাদের পছন্দের বই কিনতে পারছে। এবং ইসলামি সম্পর্কে আরো নানাবিধ জ্ঞান অর্জন করছে এবং উপকৃত হচ্ছে। এভাবে বইয়ের মাধ্যমে সভ্য জাতি ও সুশীল সমাজ গড়ে উঠবে। সুস্থ ও রুচি সম্মত বইয়ের সুবাতাস চারদিকে ছড়িয়ে পড়বে।
হাআমা/