|| হাসান আল মাহমুদ ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রশ্ন রাখেন মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।
তিনি বলেন, 'কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?'
এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।
এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।
জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।
তারই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এই পোস্ট করেন সারজিস আলম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে আটাইশ হাজারের বেশি কমেন্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা। এছাড়া ১২ শতের বেশি শেয়ার ও ৩১ হাজারের বেশি লাইক-রিয়েক্ট পড়েছে।
হাআমা/