বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
দারুল উলূম সিংআড্ডার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও বার্ষিক ওয়াজ মাহফিল ২১ ডিসেম্বর কাল মুফতি আমিনী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত ঝিনাইদহের চাষিরা জামিয়া কাসেম নানুতবীর উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ১৬ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি কাল লক্ষ্মীপুরের আলোর দিশারী ফাউন্ডেশনের সীরাত কনফারেন্স ও কৃতি ছাত্র সংবর্ধনা চবিতে পোষ্য কোটা বাতিল ও ফি কমানোর দাবিতে সমাবেশ কিশোরগঞ্জে ইমতিয়াজ ট্রেডিংয়ের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত আল্লামা ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন সাইয়্যেদ আজহার মাদানী

আল্লামা ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন সাইয়্যেদ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষ মরহুম আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর কবর জেয়ারত করলেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সাইয়্যেদ আজহার মাদানী।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা তিনটায় তিনি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী দীনী মারকাজ জামিআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙা মাদরাসায় তাশরিফ রাখেন ।

এসময় তিনি মোজাহেদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.সহ বুজুর্গানেদীনের কবর জেয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তিনি গওহরডাঙ্গা মাদরাসায় বুখারী শরীফের দরস দেন। পাশাপাশি ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত করেন।

সাইয়্যেদ আজহার মাদানীর সফরসঙ্গী মাওলানা ওয়ালীউল্লাহ আরমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

সফররত মাওলানা আরমান আজ বুধবার সন্ধায় মুঠোফোনে প্রতিবেদককে জানান, সাইয়েদ আজহার মাদানী এখন যশোরে মুফতী ওয়াক্কাস রহ. এর মাদরাসায় যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ভারতের এই আলেম ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা আহসান হাবীব, মাওলানা সালেহ আহমেদ, মুফতী নিজাম উদ্দিন আদনান, খালেদ মাহমুদ, মাওলানা নাঈম কাসেমী ও মাওলানা সালমান প্রমুখ।

জানা গেছে, ৯ দিনের সফরে মাওলানা সাইয়েদ আজহার মাদানী ঢাকার পাশাপাশি ৬ ও ৭ ডিসেম্বর হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া, ৮ ডিসেম্বর ঢাকা, ৯ ডিসেম্বর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা, ১০ ডিসেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর, সাভারে পদ্বীনি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। আজ ১১ ডিসেম্বর গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলায় সফর করছেন।

আগামীকাল  ১২ ডিসেম্বর কক্সবাজার জেলা, ১৩ ডিসেম্বর হবিগঞ্জ জেলা, ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলায় এবং ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ