রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী ঘোষণা করলো জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম রহ. এর সন্তান মুফতি তালহা ইসলামকে নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (৬ নভেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে  জমিয়তের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া মুফতি তালহা ইসলামকে নড়াইল জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি, নড়াইল তরুণফৌজের অভিভাবক ঘোষণা করা হয়েছে।

সভায় মুফতী শহীদুল ইসলাম (কালিয়া)কে সাধারণ সম্পাদক ও মোঃ সোহেল সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নড়াইল জেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।

আওয়ার ইসলামকেে এ বিষয়ে (মুঠোফোনে) তথ্য নিশ্চিত করেছেন সমাবেশে উপস্থিত দলটির যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। 

জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মুফতী তালহা ইসলাম।

মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতী মুনীর হোসাইন কাসেমী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, মানিকগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতী শামসুল আরেফীন সা'দী, যুব জমিয়ত বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহীম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমাদ ও জেলার অন্তর্গত উপজেলার প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আনোয়ারুল করীম যশোরী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। জমিয়তে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই ভারতীয় উপমহাদেশেকে স্বাধীন করেছে। ইংরেজ সাম্রাজ্যবাদীদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে জমিয়ত নেতৃবৃন্দ সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করে। এমনকি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও জমিয়ত দলীয় প্যাডে সকলকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানায় এবং জমিয়ত নেতৃবৃন্দ সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন: জমিয়ত এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠন। দারুল উলুম দেওবন্দের মুরুব্বিরা ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করতে এই প্লাটফর্মটি তৈরি করেন। মুরব্বিদের এই আমানত ১০৫ বছর ধরে চলে আসছে। শাইখুল হিন্দ, শাইখুল ইসলামদের এই আমানত সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।  ইসলাম ও মুসলমানদের অধিকার আদায়ে এবং জুলুম অত্যাচার ও স্বৈরাচারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে পথ চলছে। 

জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দি আরো বলেন: নড়াইলের মাটি ও মানুষের প্রিয় মানুষ ছিলেন মাওলানা শহিদুল ইসলাম রহ.। তিনি পুরো জীবন মানুষের সেবা করে গিয়েছেন। শুধু বাংলাদেশের মানুষেরই নয় বরং আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সেবা করেছিলেন। সেবার ময়দানে তিনি একজন প্রবাদ পুরুষ। সেবার মাধ্যমে তিনি জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। আমরা তার যোগ্য উত্তরসূরী মাওলানা তালহা শহিদুল ইসলামকে জমিয়ত থেকে মহান জাতীয় সংসদে দেখতে চাই। আপনারা নড়াইলবাসী মাওলানা তালহা শহিদুল ইসলামকে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছিয়ে নড়াইলবাসীর খেদমতের সুযোগ দিবেন বলে আমরা আশাবাদী।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন: জমিয়তের সাদা-কালো পতাকা হচ্ছে রাসূল সা.এর পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে এই সাদা-কালো উক্বাব নিয়ে অংশগ্রহণ করেন। মক্কা বিজয়ের সময় রাসূল সা. এই পতাকা নিয়ে মক্কা বিজয় করেন। তা ছাড়া জমিতের প্রতিক হচ্ছে খেজুর গাছ। কুরআন ও হাদিসে খেজুর গাছের কথা পাওয়া যায়। আগামী নির্বাচনে নড়াইল থেকে মাওলানা তালহা শহিদুল ইসলামকে খেজুর গাছ প্রতিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, নড়াইল-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নড়াইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৪নং আসন। এ আসনে (২০২৪) সাবেক এমপি ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। ২০০২ সালে উপ-নির্বাচনে মুফতি তালহা ইসলামের বাবা আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে শেখ হাসিনার কাছে ৪ হাজার ২৩৩ ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি বিজয়ী হন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ