মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ ।। ২০ কার্তিক ১৪৩১ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আজ মেহমানের আপ্যায়নের উদার ভূমিকায় ঢাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অনুষ্ঠিত হয়ে গেলো দেশের উলামা-মাশায়েখের ডাকে ইসলামী মহাসম্মেলন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯ টা থেকে শুরু হয়ে এ মহাসম্মেলন চলে দুপুর দুইটা পর্যন্ত।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরেই সম্মেলনের মূলকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানসহ শাহবাগ, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, সচিবালয় ও হাইকোর্টের সামনের দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেছে। তীল ধারণের ঠাঁই ছিল না সোহরাওয়ার্দী মাঠে।

সরেজমিন উপস্থিত লোক ও বিভিন্ন সূত্রের মতে সম্মেলনে আজ সারা দেশ থেকে ৫ লাখের মত মানুষের উপস্থিতি ছিল।  

এদিকে আগত তাবলিগের মুসল্লি, আলেম-উলামা ও তলাবাদের আপ্যায়ানে ঢাকাবাসী উদার ভূমিকা পালন করেছে।

রাজধানীর বিভিন্ন স্পটে আওয়ার ইসলামের প্রতিনিধিরা জানিয়েছে, প্রায় মহল্লা থেকে পানি, বিস্কুট ও শুকনো খাবার পিকআপে ভরে সমাবেশস্থলে পৌঁছান ঢাকার মুসল্লিরা।

এছাড়া, গতরাত ১২ টায় এই প্রতিবেদক নিজে সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে প্রচুর পারিমান খাবার-পানি নিয়ে বিভিন্ন লোকজনকে পিকআপ ভর্তি করে মাঠে প্রবেশ করতে দেখেছে।

সরেজমিনে আওয়ার ইসলাম রিপেটার্টার তানভির ও রাকিব জানান, ঢাকাবাসীদের আপ্যায়নে আগত মুসল্লিদের সন্তুষ্ট হতে দেখা গেছে।

তারা জানায়, বেসরকারি সেবাসংস্থা মাওলানা গাজী ইয়াকুব পরিচালিত তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ, আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব), হাফেজ্জী হুজুর রহ.সেবা ফাউন্ডেশন, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশনসহ নানা ব্যানারে ও ব্যানার ছাড়া অনেক মানুষ স্বউদ্যোগে মুসল্লিদের মাঝে লেবুর শরবত, নাস্তা, বিশুদ্ধ পানি, কলা, বিস্কুট, পাউরুটি, পেট্রিস বিতরণ করতে দেখা গেছে।

রিপোর্টারদ্বয় আরও জানায়, সারা দেশ থেকে আগত মুসল্লিরা জানিয়েছে ঢাকাবাসীর এমন মুগধ্তার কথা স্মরণীয় হয়ে থাকবে। 

হাআমা/


সম্পর্কিত খবর