শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টার নিয়ে বিভ্রান্ত হবেন না: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংবাদ ব্রিফিংয়ে আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব। ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে পড়ে। এতে সম্মেলনে কারা থাকবেন, কারা বক্তব্য রাখবেন বিষয়ে আলেমদের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। অথচ এ পোস্টারটি কে বা কারা বানিয়ে ছড়িয়ে দিলো তার তথ্য অনুসন্ধান করা যায়নি।

এছাড়া ফেসবুকে মহাসম্মেলন ঘিরে আরও কয়েকটি পোস্টার ছড়িয়ে পড়তে দেখা গেছে, এসব পোস্টার আয়োজকদের নয় বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।  

এ বিষয়ে আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর দিলুরোডে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিং করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমরা দেখছি এই মহাসম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক করছি। সুশৃংখলভাবে দ্বীন রক্ষার এই সম্মেলন সফল করার আহ্বান জানাচ্ছি।

দেখুন: ভিডিও লিংক 

এদিকে ৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করতে আজ রবিবার (৩ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠে কাজ তদারকি করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমাদ কাসেমীসহ শীর্ষ আলেমগণ।

আরও পড়ুনসোহরাওয়ার্দী উদ্যানে উলামা-মাশায়েখের মহাসম্মেলন মঙ্গলবা

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের ৫ নভেম্বর মহাসম্মেলন সফল করুন: হাটহাজারী মাদরাসার মুহতামিম

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ