শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬


ঢালকানগর পীর সাহেবের মাসিক ইজতেমা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমানুল্লাহ নাবিল মামদুহ:

রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগরে অবস্থিত খানকাহ এমদাদিয়া আশরাফিয়া ঢালকানগর খানকাহ শরীফে মাসিক ও শবগুজারী আগামীকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার।

আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাল এশার (এশার জামাত: ৮টা) পর থেকে মাসিক ইজতেমা শুরু হবে। এতে বয়ান করবেন ঢালকানগরের পীর খতীবুল ইসলাম, আরেফবিল্লাহ হযরত মাওলানা মুফতী জাফর আহমাদ।

তারা আরও জানান, সব মুসল্লীদের জন্য রাতের মেহমানদারী ও থাকার ব্যবস্থা আছে। মা-বোনদের জন্য শরঈ পর্দার সহিত সম্পূর্ণ আলাদা ভাবে বয়ান শোনার, রাতের মেহমানদারী ও থাকার ব্যবস্থা আছে।

শবগুজারী করার জন্য সকলে নিজস্ব বেডিং নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

ইজতেমায় অংশ নিতে যোগাযোগ: মাসুদ ভাই ০১৯১১-০৯৩৮৩১

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ