আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জহুরুল ইসলাম সিটিতে (আফতাবনগর) অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি শুরু শনিবার থেকে।
ভর্তি শুরু ৮ শাওয়াল ১৪৪৪ হিজরি মোতাবেক ২৯ এপ্রিল ২০২৩ ঈ. রোজ শনিবার থেকে। ২ মে ২০২৩ ঈ. পর্যন্ত ভর্তি চলবে (কোটা থাকা সাপেক্ষে)। ভর্তির সময় প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত। ৩ মে থেকে সবক শুরু হবে।
১. ভর্তিচ্ছুক ছাত্র জামিয়ার অফিস কক্ষ হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। ২. ভর্তি ফরম সংগ্রহ করার পর আবেদনকারী ছাত্র ভর্তি ফরমে নির্দেশিত সকল খালি ঘর স্পষ্ট অক্ষরে নির্ভুলভাবে পূরণ করবে।
৩. তারপর ভর্তি পরীক্ষা ও وضع – قطع যাচাই করার নিমিত্তে পরীক্ষক নির্ধারণের জন্য মুহতামিম সাহেবের নিকট পেশ করবে। ৪. তারপর ফরমে উল্লিখিত পরীক্ষকের নিকট গিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করবে।
৫. তারপর চূড়ান্ত অনুমোদনের জন্য মুহতামিম সাহেব বরাবর ভর্তি ফরম পেশ করবে এবং দস্তখত সংগ্রহ করবে। ৬. মুহতামিম সাহেবের দস্তখত লাভের পর আবেদনকারী ছাত্র ভর্তিফরম নিয়ে জামিয়ার অফিস কক্ষে যাবে এবং ভর্তি ফী সহ যাবতীয় খরচাদি পরিশোধ করবে।
৭. ভর্তি ফরমের সাথে নিজের এন. আই. ডি. কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংযুক্ত করবে। সাথে না থাকলে পরে জমা দিলেও চলবে।
ভর্তি ফি ও অন্যান্য খরচ
ভর্তি ফরম: ১০০/- টাকা
সকল বিভাগের ভর্তি ফি ৪,০০০/- টাকা
ছাত্রদের তথ্যবহি ১০০/- টাকা
সার্ভিস চার্জ ৫০০ টাকা
ছাত্রদের আবাসিক/অনাবাসিক চার্জ ও বোর্ডিং খরচ
মাসিক খাবার খরচ ৩ বেলা: ৩,০০০/- টাকা
ভর্তি বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ নাজেমে তালিমাত: 01743-808839 সহকারী নাজেমে তালিমাত: 01957-459484 অফিস: 01644-127660
-এটি