আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>
আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার ফল আজ দুপুর ২টায় প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় মাদরাসা সংখ্যা মোট ২২৪৮ টি। পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৭১৬৬৬ জন।
গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশাল কর্মকাণ্ডের বিভিন্ন স্তর– নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রসমূহে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রমপ্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইয়াতুল উলয়ার কর্মকর্তারা।
যেভাবে পাবেন হাইআতুল উলয়ার রেজাল্ট: হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।
নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org https://hems.alhaiatululya.org/exam-result সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
মহিলা শাখায় মেধা তালিকায় যারা
১ম কানিজ হাফসা মায়মুনা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা গোলাপবাগ যাত্রবাড়ী
২য় সাদিয়া আক্তার, মাতারবাড়ী কক্সবাজার উম্মু হাসি মাহিলা মাদরাসা
৩য় তাসনুফা সিদ্দিকা উমামা, জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা ঢাকা
৪র্থ ফাতিমা আক্তার সামিয়া, ফাতেমাতুয যোহরা মহিলা মাদরাসা রামপুরা, ঢাকা
৫ম সুবাতাম মুসতাবশিয়া দ্বিয়া, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা ঢালকানগর মাদরাসা ঢাকা
৬ষ্ঠ হুজাইফা, মাতারবাড়ী কক্সবাজার উম্মু হাসি মাহিলা মাদরাসা
৭ম রুবাইয়া ইসলাম, জামিয়া মিল্লিয়া, মিরপুর মহিলা মাদরাসা পল্লবী ঢাকা
৮ম মারিয়া আক্তার, তালিমুদ্দিন মহিলা মাদরাসা মেরাজনগর ঢাকা
৮ম লুবাবা সামিহাত, মাদরাসাতুল বানাত আল আরাবিয়া
৯ম মোবাশ্বিরা তাবাস্সুম, মাদাসাতু রাহেলা পারভিন নেত্রকোণা।
১০ম সানজিদা আক্তার মিম, আশরাফিয়া মহিলা মাদরাসা সিদ্দিরগঞ্জ, ঢাকা
১০ম তাকিয়া আক্তার নুসাইবা, জিননুরাইন মহিলা মাদরাসা, বারহাট্টা নেত্রকোণা
১১তম মারিয়া বিনতে হারুন, ফাতেমাতুয যোহরা মহিলা মাদরাসা পশ্চিম রামপুরা ঢাকা
১১তম মোসা, আমাতুল্লাহ, মদিনাতুল উলুম মহিলা মাদরাসা, কাপাশিয়া, গাজিপুর।
১২তম সুমাইয়া, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, ঢাকা।
১৩তম শাফিকা সুলতানা ওয়াহহিয়া, জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদরাসা, বি বাড়িয়া।
১৪ তম হাফছাহ, জামিয়া আরাবিয়া লিল বানাত, টঙ্গীবাড়ী, মন্সীগঞ্জ।
১৪তম ফারিহা বেগম, সুলতানপুর মহিলা মাদরাসা বালাগঞ্জ সিলেট।
১৫তম সাদিয়া রহমান, জামিয়া মিল্লিয়া, মিরপুর মহিলা মাদরাসা পল্লবী ঢাকা
১৬তম মরিয়ম আক্তার, চকপাড়া রাহেলা পারভিন মারদাসা, নেত্রকোনা।
১৭তম মোছা. আয়শা বেগম, ঘোষগাঁও দায়ামির মাদরাসা, ওসমানিনগর সিলেট।
১৮তম সাদিয়া আফরিন, জামিয়া মিল্লিয়া, মিরপুর মহিলা মাদরাসা পল্লবী ঢাকা
-এটি