শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত, বোন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটরসাইকেলে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়ছেন আরও ৩ জন।

শনিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গড়ীবপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (২১) পাশ্ববর্তী বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- মাসুদ রানার বোন জিন্নাত রহমান বিথী (১৩), একই এলাকার আজিজার রহমানের মেয়ে মনিরা আক্তার (১৫) এবং সাইফুল ইসলামের ছেলে সাহেদ (২০)।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষ্যে মাসুদ সহ আহতরা মোটারসাইকেল নিয়ে নবাবগঞ্জের আশুরার বিলের কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন। পথে গড়ীবপাড়া জামে মসজিদের সামনে আসলে ইজিবাইকেরসাথে সংঘর্ষ হয়। এতে আহত হয় মাসুদসহ বাইকে থাকা তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঈদে তারা ঘুরতে যাচ্ছিল কাঠের ব্রীজ দেখতে। পথে এ ঘটনা ঘটে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয় , ঈদের আনন্দ যেন সবাই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের নিয়ে যথাযথ ভাবে উপভোগ করতে পারে।দিন শেষে যেন সবাই পরিবারের কাছে ফিরতে পারে সেই লক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এম এম আশিক রেজা ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ