আওয়ার ইসলাম ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে পিএইচএ মাঠে তার জানাজা হয়। পরে বিকেল ৩টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়। এ সময় তার প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্বজনরা চোখের পানিতে তাকে বিদায় জানান।
এর আগে মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে তার লাশবাহী গাড়িটি রাখা হয়। এরপর সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, সাভারের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৫ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর গত রোববার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন ডা. মামুন মোস্তাফী। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
-এটি