আবদুল্লাহ তামিম।। মাওলানা সৈয়দ মুহাম্মদ রাবী হোসনী নদভীর মৃত্যু সমগ্র ইসলামী উম্মাহর জন্য একটি বড় ট্র্যাজেডি ও ভারতের মুসলমানদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। বলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক, মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি ও নাজিম নদওয়াত উলামা, লখনউয়ের সভাপতি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রাবি হোসনি নদভীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমাদের থেকে আজ হারিয়ে গিয়েছেন একজন উম্মাহর দরদি মানুষ। তাকে প্রতিটি বৃত্তে ভালবাসা এবং মহত্ত্বের সাথে দেখা হয়েছিল। তিনি ভারতের মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ রেফারেন্স ছিলেন। তাকে মুসলিম বিশ্বে বিশেষ করে আরব বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে দেখা হত। তার সভাপতিত্বের সময়, মুসলিম পারসোনাল ল বোর্ড অত্যন্ত প্রজ্ঞার সাথে গুরুত্বপূর্ণ এবং কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিল। তিনি এগুলো সমাধান করেছেন। সব সমস্যার মুকাবিলা করেছেন। অল ইন্ডিয়া মুসলিম পরসোনাল বোর্ড সমস্ত মুসলমানদের কাছে তার জন্য দোয়ার আবেদন করে। ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানায়। সূত্র: আহলে হক মিডিয়া ভারত
-এটি