শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ঈদুল ফিতরে সরকারি ছুটি ১ দিন বাড়বে কি না জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ১ দিন বিশেষ ছুটি পাবেন কি না, তা জানা যাবে আজ (১০ এপ্রিল) সোমবার । আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ২০ এপ্রিল বিশেষ ছুটি থাকছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটি দেবেন কি না তা চূড়ান্ত হবে। ছুটি ঘোষণা করা হলে টানা ৫ দিন ছুটি পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কোনো ছুটি দেননি। এবারও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির থাকবে, যার মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সরকার এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে। ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের নির্ধারিত ছুটি। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। কিন্তু এই শবেবরাত ও ঈদের ছুটির মাঝখানে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

‘ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

-একে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ