শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল কুরআনের ৯ম পারায় যে আলোচনা এসেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।।

★ সহায় সম্বল না থাকলেও সত্যের উপর প্রতিষ্ঠিত থাক

یُّرِیۡدُ اَنۡ یُّخۡرِجَکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ ۚ فَمَا ذَا تَاۡمُرُوۡنَ
قَالُوۡۤا اَرۡجِہۡ وَ اَخَاہُ وَ اَرۡسِلۡ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ
یَاۡتُوۡکَ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ

সূরা আ'রাফের ১১০-১০২ নম্বর আয়াতে এই সুসংবাদ দেয়া হয়েছে যে,আল্লাহ পাকের সাহায্য সবসময় সত্যের সাথে থাকে। সত্যের পক্ষে হোক না একজন বিজয় আসবেই।

ফেরাউন হযরত মুসা আঃ কে যাদুকর মনে করে তার রাজ্যের বড় বড় যাদুকরদের বিরুদ্ধে যাদু প্রদর্শনের আহবান জানাল। যাদুকররা ভেলকিবাজির আশ্রয় নিলে তাদের রশিগুলো সাপের মতো দেখাতে লাগল হযরত মুসা আঃ আল্লাহর হুকুমে নিজের লাঠি জমিনে ফেললে তা সাপ হয়ে বাকি সব খেয়ে ফেলল।

সত্যের বিজয় হল আর যাদুকররা সেজদায় লুটিয়ে পড়ে ঈমান আনল। এজন্য আমাদের সবসময় সত্যের উপর অবিচল থাকা উচিত।

★ আল্লাহর ভয় ও যাকাত প্রদান মুমিনের জন্য রহমত সরূপ

قَالَ عَذَابِیۡۤ اُصِیۡبُ بِہٖ مَنۡ اَشَآءُ ۚ وَ رَحۡمَتِیۡ وَسِعَتۡ کُلَّ شَیۡءٍ ؕ فَسَاَکۡتُبُہَا لِلَّذِیۡنَ یَتَّقُوۡنَ وَ یُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَ الَّذِیۡنَ ہُمۡ بِاٰیٰتِنَا یُؤۡمِنُوۡنَ

সূরা আ'রাফের ১৫৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি (আল্লাহ) বললেনঃ যাকে ইচ্ছা আমি আমার শাস্তি দিয়ে থাকি, আর আমার করুণা ও দয়া প্রতিটি জিনিসকেই পরিব্যপ্ত করে রয়েছে, সুতরাং আমি তাদের জন্যই কল্যাণ অবধারিত করব যারা পাপাচার হতে বিরত থাকে, যাকাত দেয় এবং আমার নিদর্শনসমূহের প্রতি ঈমান আনে।

★ শরীয়তের উপর আমলকারীর জন্যই রয়েছে সফলতা

اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ الَّذِیۡ یَجِدُوۡنَہٗ مَکۡتُوۡبًا عِنۡدَہُمۡ فِی التَّوۡرٰىۃِ وَ الۡاِنۡجِیۡلِ ۫ یَاۡمُرُہُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡہٰہُمۡ عَنِ الۡمُنۡکَرِ وَ یُحِلُّ لَہُمُ الطَّیِّبٰتِ وَ یُحَرِّمُ عَلَیۡہِمُ الۡخَبٰٓئِثَ وَ یَضَعُ عَنۡہُمۡ اِصۡرَہُمۡ وَ الۡاَغۡلٰلَ الَّتِیۡ کَانَتۡ عَلَیۡہِمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِہٖ وَ عَزَّرُوۡہُ وَ نَصَرُوۡہُ وَ اتَّبَعُوا النُّوۡرَ الَّذِیۡۤ اُنۡزِلَ مَعَہٗۤ ۙ اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ

আল্লাহ পাক সূরা আ'রাফের ১৫৭ নম্বর আয়াতে বলেন, যারা সেই উম্মী রাসূলের অনুসরণ করে যার কথা তাদের নিকট সংরক্ষিত তাওরাত ও ইঞ্জীল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের উপর চাপানো বোঝা হতে তাদেরকে মুক্ত করে।

সুতরাং যারা তার প্রতি ঈমান রাখে, তাকে সম্মান করে এবং সাহায্য করে ও সহানুভূতি প্রকাশ করে, আর সেই নূরকে অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই সফলকাম।

★সকল মানুষ আল্লাহর একত্ববাদ স্বীকার করেছে

وَ اِذۡ اَخَذَ رَبُّکَ مِنۡۢ بَنِیۡۤ اٰدَمَ مِنۡ ظُہُوۡرِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَ اَشۡہَدَہُمۡ عَلٰۤی اَنۡفُسِہِمۡ ۚ اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ
সূরা আ'রাফের ১৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তোমার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদের নিজেদের সম্বন্ধে তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেনঃ আমি কি তোমাদের প্রতিপালক নই?

তারা সমস্বরে উত্তর দিলঃ ‘হ্যাঁ! অবশ্যই আমরা সাক্ষী থাকলাম।’ (এটা এ জন্য যে) তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পার, ‘‘আমরা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলাম।’’

★ কুরআন শরীফ চুপচাপ মনোযোগ দিয়ে শুনা উচিত

وَ اِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَہٗ وَ اَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ আল্লাহ পাক সূরা আ'রাফের ২০৪ নম্বর আয়াতে বলেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করবে এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়

★ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির কর

وَ اذۡکُرۡ رَّبَّکَ فِیۡ نَفۡسِکَ تَضَرُّعًا وَّ خِیۡفَۃً وَّ دُوۡنَ الۡجَہۡرِ مِنَ الۡقَوۡلِ بِالۡغُدُوِّ وَ الۡاٰصَالِ وَ لَا تَکُنۡ مِّنَ الۡغٰفِلِیۡنَ
সূরা আ'রাফের ২০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার রবকে মনে মনে সবিনয়ে বিনীতভাবে অনুচ্চস্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না।

★ আল্লাহ ও রাসূলের পরিপূর্ণ আনুগত্য ঈমানের আলামত

فَاتَّقُوا اللّٰہَ وَ اَصۡلِحُوۡا ذَاتَ بَیۡنِکُمۡ ۪ وَ اَطِیۡعُوا اللّٰہَ وَ رَسُوۡلَہٗۤ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ

সূরা আনফালের ০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও, আর যদি তোমরা মু’মিন হয়ে থাক তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য কর।

★ আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ থেকে বিমুখ হওয়া কাম্য নয়

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَ رَسُوۡلَہٗ وَ لَا تَوَلَّوۡا عَنۡہُ وَ اَنۡتُمۡ تَسۡمَعُوۡنَ
وَ لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ قَالُوۡا سَمِعۡنَا وَ ہُمۡ لَا یَسۡمَعُوۡنَ
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الصُّمُّ الۡبُکۡمُ الَّذِیۡنَ لَا یَعۡقِلُوۡنَ
সূরা আনফালের ২০,২১,২২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মু’মিনগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর, তোমরা যখন তার কথা শুনছ তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিওনা।

তোমরা ঐ সব লোকের মত হয়োনা, যারা বলে - আমরা আপনার কথা শুনলাম, কার্যতঃ তারা কিছুই শোনেনা।

আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ঐ সব মূক ও বধির লোক, যারা কিছুই বুঝেনা (অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায়না)।

★ আমানতের খেয়ানত কর না

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَخُوۡنُوا اللّٰہَ وَ الرَّسُوۡلَ وَ تَخُوۡنُوۡۤا اَمٰنٰتِکُمۡ وَ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ

সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
হে মু’মিনগণ! তোমরা জেনে শুনে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করনা এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করনা।

★তাকওয়ার ( আল্লাহর ভয়) পুরষ্কার

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَتَّقُوا اللّٰہَ یَجۡعَلۡ لَّکُمۡ فُرۡقَانًا وَّ یُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَ یَغۡفِرۡ لَکُمۡ ؕ وَ اللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ
সূরা আনফালের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মু’মিনগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদেরকে ন্যায়-অন্যায় পার্থক্য করার একটি মান নির্ণয়ের শক্তি দান করবেন, আর তোমাদের দোষক্রটি তোমাদের হতে দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক বড়ই অনুগ্রহশীল। সূত্র: দ্বীনিয়াত বাংলাদেশ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ