আওয়ার ইসলাম ডেস্ক: আ-ফ-গা-নি-স্তানে গাঁ-জা চাষ নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী। এ নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিরও বিধান রাখা হয়েছে। ইসলামী আইন অনুসারেই এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিচার হবে বলে জানিয়েছে তারা।
শনিবার আ-ফ-গা-নি-স্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন থেকে দেশটিতে গাঁজার চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তা-লে-বা-ন নেতা হি-বা-তু-ল্লা-হ আ-খু-ন্দ-জা-দার এক আদেশ অনুযায়ী, ‘আ-ফ-গা-নি-স্তানের সব অঞ্চলে গাঁ-জা চাষ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে চাষকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এছাড়া বিধি-নিষেধ অমান্যকারীদের শরিয়া নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’
আ-ফ-গা-নি-স্তানে সর্বাধিক উত্পাদিত মাদকদ্রব্যগুলোর মধ্যে আফিম ও গাঁ-জা অন্যতম। তালেবান শাসনের আগে সেখানে এ মাদকদ্রব্যগুলোর ব্যাপক চাষ হতো।
জাতিসংঘের ২০১০ সালের পরিসংখ্যান অনুসারে, ‘আ-ফ-গা-নি-স্তানে পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় থাকার সময় সেখানকার কৃষকরা দেশটিতে ব্যাপক হারে গাঁ-জার চাষ করত। এটা ছিল দেশটির সর্বাধিক উত্পাদিত ফসলগুলোর একটি। ২০১০ সালে দেশটি এ মাদকদ্রব্যের শীর্ষ সরবরাহকারী হয়ে উঠেছিল।’ সূত্র : মিডলইস্ট মনিটর
কেএল/