আওয়ার ইসলাম ডেস্ক:।। কক্সবাজারের উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল।
আজ রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি বসত ঘর পুড়ে গেছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার।
-এটি