শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

কুমিল্লায় সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্সে সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত তরণী সাহিত্য কাফেলা-এর উদ্যোগে মুহিউদ্দীন আহমাদ মাসূম-এর সভাপতিত্বে, মুহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় এ সাহিত্য আড্ডা সফলভাবে সম্পন্ন হয়।

সভায় স্বরচিত লেখা পাঠ, পরামর্শ গ্রহণ ও পঠিত লেখার উপর আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাওলানা মো. আমির হামজা, অনুবাদক মাওলানা এনামুল হক মাসউদ, মুফতি গোলাম সামদানী, মাও. আতিকুর রহমান আশরাফী, মাও. মো. শহীদুল ইসলাম।

লেখা পাঠ ও পরামর্শে অংশগ্রহণ করেন আবদুল্লাহ রুবেল, মুফতি আশরাফ আলী তানভির, মাওলানা সালমান ফারসী, নুরুজ্জামান রাফী প্রমুখ।

নারীদের সভায় সরাসরি অংশগ্রহণের সুযোগ না-থাকলেও লেখা পাঠাবার সুযোগ থাকে। সে হিসেবে আমিনা খাতুন নামে একজন নারীর পাঠানো লেখাও সভায় পাঠ করা হয়।

সবার পরামর্শক্রমে সংগঠনের নাম ‘তরণী যাত্রীদল’-এর পরিবর্তে ‘তরণী সাহিত্য কাফেলা’ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্রোহী কবির ‘খেয়া পারের তরণী’ এবং ইসলামি রেনেসাঁর অমর কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ ‘কাফেলা’ এই দুই নামকে একীভূত করে সংগঠনের এই নামকরণ করা হয়।

সভাপতির বক্তব্য, আপ্যায়ন ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে একাদশ সাহিত্যসভা সমাপ্ত।

আগামী সাহিত্যসভা ০৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুর ০২:০০ টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ারও ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ