আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামের শওকত বেপারীর সঙ্গে একই গ্রামের রব বেপারীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শওকত বেপারী তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে দেওয়াল নির্মাণ করতে যান। এতে বাধা দেন রব বেপারী ও তার পরিবারের লোকজন।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শওকত বেপারী বলেন, আমার জায়গায় আমি দেওয়াল নির্মাণ করতে যাই। এ সময় রব বেপারী আমাদের বাধা দেন। পরে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান।
অপরদিকে রব বেপারী বলেন, জমির সীমানা নির্ধারণ হয়নি। তবুও শওকত বেপারী দেওয়াল নির্মাণ করতে আসেন। আমি দেওয়াল নির্মাণ করতে নিষেধ করলে তিনি লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন আছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
-এসআর