মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার শোক ও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দারুল উলূম হাটহাজরী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। একইসাথে তিনি বাংলাদেশ সরকারের প্রতি দেশ দুটিতে সেনাবাহিনীর উদ্ধারকারী দল পাঠানোসহ সাধ্যমতো সহযোগিতার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আরো বলেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী তুরস্ক ও সিরিয়ায় গতকাল সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু এবং বহু ভবন ধ্বসে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা যাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। জোরালো আশঙ্কা করা যাচ্ছে যে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভ্রাতৃপ্রতিম দেশ দু’টির এই ভয়াবহ বিপদে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দয়াময় আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের সকলকে মাগফিরাত ও শহীদী মর্যাদা এবং শোকাহত স্বজনদেরকে শোক সইবার তাওফীক দান করুন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষভাবে দোয়া করছি।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আরো বলেন, তুরস্ক ও সিরিয়া মুসলিম অধ্যুষিত ভ্রাতৃপ্রতিম দেশ। একই সাথে দেশ দু’টি ওআইসির সদস্য এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। যেকোন দুর্যোগে উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা ও সুনাম সর্বজনবিদিত। সুতরাং তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ এই দূর্যোগে সেনাবাহীর চৌকস উদ্ধারকারী দল পাঠানোসহ সাধ্যমতো সকল হযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমি উদাত্ত আহবান জানাচ্ছি। যে কোন মানবিক কাজে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর উপর বাংলাদেশের সুনাম সর্বজনবিদিত।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দেশবাসীর প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা ও সকলপ্রকার বিপদ থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত করার আহবান জানান।

তিনি বলেন, কুরআন-হাদীসের ভাষ্যমতে মানুষ যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, জুলুম-অত্যাচারকে গুনাহ বলে মনে করে না, তখন আল্লাহ বিভিন্ন আযাব-গজব ও দূর্যোগ-দুর্বিপাক, খরা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও করোনার মতো বিপদে পতিত করে বান্দাকে সতর্ক করেন। আল্লাহ প্রদত্ত এত সতর্কতা প্রদর্শন সত্ত্বেও আমরা যদি গুনাহ থেকে তাওবা করে সঠিক পথে ফিরে না আসি, তবে জাতি হিসেবে আমাদের কপালেও যেকোন বিপদাপদ ও দুর্যোগ নেমে আসার প্রবল ভয় আছে।

তিনি সকলকে হুঁশিয়ার করে যাবতীয় পাপাচার ও অন্যায় র্কম পরিত্যাগ করে আল্লাহমুখী হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে চতুর্দিকে যেহারে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ-রাসূল ও পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর বক্তৃতা-বিবৃতি ও ক্রিয়কলাপ চালু হয়েছে এবং অনাচার, ব্যভিচার, অপরাধ, লুটপাট, দুর্নীতি, অন্যায়, মিথ্যাচার ও মানুষের অধিকার হরণের উৎসব চলছে, অনতিবিলম্বে এসব বন্ধ না হলে এবং সৎ ও ইনসাফের পথে ফিরে না আসলে যেকোন সময় যে কারো উপর আসমানী আযাব-গযব ও দুর্যোগ নেমে আসতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ