আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি খুব ভালো না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। বলেন, আতঙ্কে মিয়ানমার থেকে কেউ কেউ বাংলাদেশ ভূখন্ডে ঢুকেছে। তবে, নীতিগতভাবে আর কোনো রোহিঙ্গা নিতে চায় না বাংলাদেশ।
ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামের ব্যাপারে এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, কোনো দেশকে বাদ দিয়ে বা কারো বিরুদ্ধে আন্তর্জাতিক জোট হলে এবং তাতে যোগদানের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ইয়াও ওয়েন বলেন, রূপপুরের পণ্যবাহী রাশিয়ার জাহাজের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নয়, যুক্তরাষ্ট্রের। এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ-চীনের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
-এটি