সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আওয়ামী লীগে ফেরার চিঠি পেলেন জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়ার চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে পাঠানো চিঠি হাতে পেয়েছেন জাহাঙ্গীর আলম। গত পহেলা জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ চিঠিতে সই করেন। চিঠির অনুলিপি দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককেও দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত দিয়েছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ক্ষমা প্রদর্শন করে তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত হয়।

চিঠি পাওয়া প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কমিটির সব নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ