আহমাদ তাওকীর।।।।
ভারতের উত্তর প্রদেশে বোরকা পরিহিত মুসলিম ছাত্রীদের কলেজে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ছাত্রীদের দাবি, বোরকা পরে আসার কারণে তাদেরকে কলেজের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশে মুরাদাবাদ জেলার এক হিন্দু কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
এদিকে পরিচালকরা বলছেন, কলেজের ইউনিফর্মে বোরকা না থাকা সত্ত্বেও মুসলিম ছাত্রীরা বোরকা পরে আসার কারণে তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। আসরে হাজির নিউজের বরাতে জানা যায়, ইতিপূর্বে ২০২২ সালে ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের বোরকা পরে কলেজে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। পরে এ বিষয়ে আদালতে মামলা করা হলে প্রশাসন এই বলে মুসলিমদের মামলা খারিজ করে দেয় যে, মুসলিমদের ধর্মীয় বিশ^াসে বোরকা নেই। সূত্র: আসরে হাজির
-এটি