শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফরজ নামাজে এক আয়াত একাধিকবার পড়ার বিষয়ে দেওবন্দের ফাতওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ তাওকীর। ।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েব সাইটে ফরজ নামাজে এক আয়াত একাধিকবার পড়ার বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন।

জিজ্ঞাসা: কোনো আয়াত বিশুদ্ধ হয়নি ধারণা করে কেউ যদি ফরজ নামাজে এক আয়াত একাধিকবার তিলাওয়াত করে তাহলে তার নামাজ সহিহ হবে কি? উদাহরণস্বরূপ কেউ الرحمن الرحيم আয়াতটি দুইবার তিলাওয়াত করলে তার নামাজের হুকুম কী হবে?

সমাধান: সূরা ফাতিহার কোনো পূর্ণ আয়াত কিংবা আয়াতের অংশবিশেষ একাধিকবার পাঠ করার কারণে না নামাজ নষ্ট হয় আর না সেজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার অধিক অংশ একাধিকবার পাঠ করার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়। কিন্তু এমন ঘটনা শেষের দুই রাকাতে ঘটলে সেজদায়ে সাহুও ওয়াজিব হয় না।

সূত্র: দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ